• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নজরদারী তোমার চাই 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম;
নজরদারী তোমার চাই 
নজরদারী তোমার চাই 

নজরদারী তোমার চাই .

মিজানুর রহমান মিজান .

 .

জন্মাবধি নির্যাতীত, চলছে অবিরত .

প্রাণে সহে কত, দয়ালের দয়া চাই।। .

সালাম দিলে ধরে ক্ষত,গালিতে প্রাণ ওষ্ঠাগত .

উভয় কুলে দোষ মজ্জাগত, দয়া বিনা নাহি রেহাই।। .

হাটতে গেলে চলন বাঁকা, মুখ খোলাতেই রয় আঁকা .

নন্দ ঘোষের দোষে ছ্যাকা, কোন কালে নাহি ঠাই।। .

হাত ঝুলিতে আছে মানা, তাকালেই অপরাধ ঘটনা .

গালি বোনাস নিত্য পাওনা, স্বভাবের অভাব নাই।। .

সদা আছে ধ্যানে মগ্ন, অতিরিক্ত নেবার যত্ন .

এদিক না হয় সেদিক শুন্য, শুধু করে খাই খাই।। .

যাবে না তার অভাব, বারে বারে ধরে শুধুই ভাব .

মিথ্যার বেশাতির দেখে খাব, চক্ষু খোলে নাই নাই।। .

তার নাইরে শেষ পাওয়ার,পাবে শুধু কাছে আমার .

এতো শক্তি পেলাম বিধাতার, হয় যদি তা শুকরিয়া জানাই।। .

তুমি জান সবই মিথ্যা, সীমাহীন ভেজালের ইয়ত্তা .

সত্য কি মরবে অযথা, নজরদারী তোমার চাই।। .

২৫/১০/২১খ্রিষ্টাব্দ। . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ